শিলিগুড়ি, ১২ মার্চঃ ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
জানা গিয়েছে, গত রবিবার ছিল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল খেলা।সেই খেলা দেখানো হয়েছিল মেডিক্যাল কলেজের লেকচার থিয়েটারে।সেখানে খেলা দেখানোকে কেন্দ্র করেই পরিস্থিতি জটিল হয়।ঘটনায় এক পড়ুয়া সানি মান্নাকে শোকজ নোটিশ পাঠানো হয়।এরপরই ক্ষুব্ধ হন পড়ুয়ারা।এই নিয়ে আজ ডিনের কাছে গিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।সেইসময় পড়ুয়াদের দুই পক্ষের মধ্যেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
এদিন সানি মান্না জানান, কয়েকদিন আগে খেলা দেখানোর জন্য ডিনকে চিঠি করা হয়েছিল।কিন্তু সেই চিঠির উত্তর পাওয়া যায়নি।এরপর ফাইনাল খেলার দিন প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়।তিনি মৌখিকভাবে অনুমতি দিয়েছিলেন লেকচার থিয়েটারে খেলা দেখানোর।আমি সেই লেকচার থিয়েটার খুলিনি।এরপরও আমার নামে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ডিন অনুপমনাথ গুপ্তা জানান, লেকচার থিয়েটার পড়াশোনার জায়গা।সেখানে কিভাবে খেলা দেখানো হল।এর ঘটনায় সানি মান্না নাম উঠে আসে।এরপরই তার কাছে জানতে চেয়েছিলাম সেখানে খেলা দেখানোর অনুমতি কে দিলো।