শিলিগুড়ি, ১৬ আগস্টঃ গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও পালিত হল খেলা হবে দিবস।
পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে ও শিলিগুড়ি পুরনিগমের ব্যবস্থাপনায় দেশবন্ধুপাড়া তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় খেলা হবে দিবস।খেলা হবে দিবস পালনের অঙ্গ হিসেবে আন্তঃ কোচিং ক্যাম্প ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন ফুটবলে লাথি মেরে অনুষ্ঠানের সূচনা করেন গৌতম দেব।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরনিগমের বিভিন্ন কাজের ক্ষতিয়ান হিসেবে ‘পুর বার্তা’ নামে একটি বই প্রকাশ করেন তিনি।পাশাপাশি শহরের বেশকিছু প্রাক্তন ফুটবলারদের সন্মান জানানো হয়।
জানা গিয়েছে, এদিনের প্রতিযোগিতায় ২৫,২৬,২৭,২৮,২৯ এবং ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কোচিং ক্যাম্পের দল অংশগ্রহন করে।পাশাপাশি পুরনিগম ও ভেটারেন্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিন গৌতম দেব বলেন, আজ সারা বাংলায় খেলা হবে দিবস পালিত হচ্ছে।খেলার মধ্য দিয়েই তৈরি হয় টিম স্পিড, ঐক্য এবং সম্প্রিতি।তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলাকেই বেছে নিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক গৌতম দেব,পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ অন্যান্যরা।