‘খেলা হবে’ স্লোগানকে সঙ্গে নিয়ে ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস।বিধানসভা নির্বাচনের সময় এই ‘খেলা হবে’ স্লোগান ছিল মানুষের মুখে মুখে।এই স্লোগানকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল কর্মী-সমর্থকরা।
এবারে এই খেলা হবে দিবস পালন করা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।মঙ্গলবার বিধানসভায় এই ঘোষণা করেন তিনি।তবে এই দিবস পালনের দিনক্ষন এখনও ঠিক করা হয়নি।দিনক্ষন পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত খেলা হবে প্রকল্প শুরু করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।আজ খেলা হবে দিবস পালনের সিদ্ধান্ত নেন তিনি।