‘খেলা হবে না, হুইল চেয়ার ঠেলা হবে’-কটাক্ষ দিলীপ ঘোষের

শিলিগুড়ি,৯ এপ্রিলঃ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির হয়ে নির্বাচনী জনসভা সারলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এদিন রাজগঞ্জে র‍্যালি করে সেখান থেকে ইস্টার্ন বাইপাসে ঢাকেশ্বরী কালিমন্দিরের মাঠে পৌঁছান দিলীপ ঘোষ।সেখানে তাঁর হাত ধরে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেন।তারপরেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চরম কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে।বলেন, ‘খেলা হবে না,হুইল চেয়ার ঠেলা হবে’।


পাশাপাশি গতকাল গৌতম দেবের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়,যেখানে এক ভোটারকে তিনি ধমক দিচ্ছেন বলে অভিযোগ ওঠে।সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘এখন তারা ভোটে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন।সে কারনেই এই ধমক-চমকের রাজনীতি করছেন।কিন্তু মানুষ এখন সেই ধমক-চমকে ভয় পাচ্ছে না।তারা সেগুলো নিয়ে ঠাট্টা করছেন।ভোটে হারার পরে তৃণমূলের নেতাদের কি অবস্থা হবে তা ভাবা যাচ্ছে না’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *