আলিপুরদুয়ার, ৪ নভেম্বরঃ খেলতে খেলতেই মৃত্যুর মুখে ঢোলে পড়ল এক শিশু।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত মহাকালগুড়ি এলাকায়।
জানা গিয়েছে, এদিন উত্তর মহাকালগুড়িতে মামাবাড়িতে বারান্দায় কাপড় ঝুলিয়ে দোলনা বানিয়ে খেলছিল আট বছরের শিশু।সেইসময় হঠাৎই গলায় ফাঁস লাগে তার।তড়িঘড়ি পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতদেহ উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শামুকতলা থানার পুলিশ।