শিলিগুড়ি, ৩০ জুন: চিকিৎসার গাফিলতিতে মৃত্যু ফুটবলার জয় মাহাতোর, এমনটাই অভিযোগে মৌন মিছিলে সামিল হলেন বিভিন্ন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে জয় মাহাতোর ছবিতে শ্রদ্ধা জানিয়ে মৌন বিক্ষোভ মিছিলে সামিল হন সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে, গত ২৫ জুন চিকিৎসার জন্য জয় মাহাতোকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারী হাসপাতালে। তবে তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয় না এবং বলা হয় কোভিড টেস্ট করাতে।
পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ২৬ জুন সেখানেই মৃত্যু হয় তার।পাশাপাশি তার কোভিড টেস্টের রিপোর্টও নেগেটিভ আসে।
অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ফুটবলার জয় মাহাতোর। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ক্ষোভে ফুসতে শুরু করেছে ক্রীড়া সংগঠনের সদস্যরা।
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তা মনোজ ভার্মা জানান, গোটা ঘটনার তদন্ত চাইছেন তারা, ইতিমধ্যেই জেলা প্রশাসন ও মন্ত্রী গৌতম দেবের দ্বারস্থ হয়েছেন তারা।