শিলিগুড়ি,১৬ এপ্রিলঃ সাইকেল চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম মহম্মদ লালন।ধৃত মাটিগাড়া থানার অন্তর্গত তুলসিনগরের বাসিন্দা।পেশায় গাড়ির চালক।বেশিরভাগ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকত অভিযুক্ত।
গত ১৮ মার্চ সিসোডাঙ্গি এলাকা থেকে একটি সাইকেল চুরি যায়।১৯ মার্চ থানায় অভিযোগ দায়ের হয় এই বিষয়ে।এরপরই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহম্মদ লালনকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।