শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ বেশ কয়েকদিন ধরে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় লাগাতার অভিযান চালিয়ে আসছে ট্রাফিক বিভাগ। ফুটপাত দখলমুক্ত, পার্কিং এবং রাস্তা থেকে অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।আজ কোর্ট মোড়ে চালানো হয় অভিযান।
জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাস, বিধান রোড এবং হিলকার্ট রোডে অভিযান চালানোর পর, আজ কোর্ট মোড়ে অভিযান চালানো হয়।
ট্রাফিক ডিসিপি কাজী সামসুদ্দিন আহমেদ এর নেতৃত্বে প্রথমে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ব্যবসায়ীরা ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছিল।এরপরই আজ ফের অভিযান চালিয়ে পণ্য বাজেয়াপ্ত করা হয়।
