রাজগঞ্জ, ২৫ এপ্রিলঃ সাতসকালে চোলাই মদের বিরুদ্ধে অভিযান বেলাকোবা ফাঁড়ির।নষ্ট করা হলো বিপুল পরিমাণ মদ তৈরির সামগ্রী। শুক্রবার সকালে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধোপেরহাট জঙ্গলের ভিতরে সুকাতি নদীর পাড়ে বেলাকোবা ফাঁড়ির তরফে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের সুবিধা নিয়ে ওই এলাকায় গোপনে বিপুল পরিমানে চোলাই মদ তৈরী করা হচ্ছিলো। অভিযান চলাকালীন ৪টি চুল্লি ধ্বংস করা হয়েছে ও ২৮০ লিটার গাঁজনজাত তরল নষ্ট করা হয়। এছাড়াও ৪০ লিটার তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানকারীরা ঘটনাস্থল থেকে ৮টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও ৪টি অ্যালুমিনিয়ামের ফানেল বাজেয়াপ্ত করেছে। যদিও অভিযুক্ত ব্যক্তিরা জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং ইতিমধ্যেই একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
