রাজগঞ্জ, ২৩ সেপ্টেম্বরঃ দেড় বছর আগে ঝড়ে ভেঙে গিয়েছিল আইসিডিএস সেন্টারের ঘর। তারপর থেকে এখনও খোলা আকাশের নীচেই চলছে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরবাড়ি আইসিডিএস সেন্টার।পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাথরুম, রান্না ঘর।আইসিডিএস সেন্টারের বেহাল দশা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই সেন্টারে ৩৮ জন শিশু রয়েছে।তবে কোনও স্থায়ী কর্মী নেই। মাত্র একজন হেল্পার বাড়িতে রান্না করে ওই সেন্টার চালাচ্ছেন।গতবছর ঝড়ে ভেঙে যায় আইসিডিএস সেন্টারের ঘর।একেবারে ভগ্নদশা ঘরগুলি।
বাইরে থেকে দেখে বোঝারই উপায় নেই যে এখানে কোনো আইসিডিএস সেন্টার রয়েছে।বন্ধ হয়ে রয়েছে শিশুদের বুনিয়াদি পড়াশোনা।এছাড়া পুষ্টিকর খাবার থেকেও বঞ্চিত হচ্ছে মা ও শিশুরা।এই রোদের মধ্যেও খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে ছোট ছোট শিশুদের।একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন তারা।