কাওয়াখালিতে সবুজ বাজির নামে খোলা বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাজি, অভিযোগ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের

শিলিগুড়ি, ১১ নভেম্বরঃ শিলিগুড়ির কাওয়াখালিতে সবুজ বাজির নামে খোলা বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাজি।বাজি কেনার পর দেওয়া হচ্ছে না বৈধ কাগজ। শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক এমনটাই অভিযোগ তুললেন শহরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।


এদিন সংগঠন গুলির তরফে সবুজ বাজি কিভাবে চিহ্নিত করবেন তা জানানো হয়।বাজির প্যাকেট বা বাক্সে কিউআর কোড স্ক্যান করে সবুজ বাজি এবং নিষিদ্ধ বাজি চেনার পদ্ধতি তুলে ধরেন তারা।পাশাপাশি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।9932653798, 9233424101, 9434106530 এই নম্বরে ফোন করে আগামী দুদিন রাত ১০টা থেকে ১২ পর্যন্ত নিষিদ্ধ বাজির ফোটানোর অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

এদিন সংগঠনের তরফে দীপ নারায়ণ তালুকদার বলেন, বাজি বাজারে অধিকাংশই কিউআর কোড নকল।সেই বাজিগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে না।সরকারী নির্দেশ শিলিগুড়িতে অমান্য করা হচ্ছে।এই বিষয়গুলি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin girişmatadorbet giriş