শিলিগুড়ি, ৫ মেঃ করোনার জেরে সরকারি পার্কগুলিতে কমেছে দর্শক সংখ্যা।কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে রাজ্যের অভয়ারণ্য, জাতীয় উদ্যানগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে।তবে আপাতত সরকারি পার্ক ও বাগানগুলিতে সমস্ত বিধি মেনে সেগুলি খোলা রাখা হয়েছে।যদিও দর্শক সংখ্যা প্রায় তলানিতে ঠেকেছে প্রতিটি পার্কেই।তবুও নিয়মিত স্যানিটাইজশেনের ব্যবস্থা করা হয়েছে।
প্রত্যেকে যাতে মাস্ক পরে পার্কে প্রবেশ করে সেদিকে নজর রাখা হয়েছে কর্তৃপক্ষের তরফে।ডাবগ্রামের কাছে শিলিগুড়ি পার্কেও দর্শক সেভাবে আসছে না।আসলেও তা খুব কম।তবুও সেখানে পার্ক কর্তৃপক্ষ সমস্ত বিধি মাথায় রেখে দর্শকদের আসতে বলছেন।প্রতিদিন সেখানে শিশুদের খেলার সরঞ্জামগুলি স্যানিটাইজ করা হচ্ছে।অন্যদিকে উত্তরবঙ্গ জুড়ে প্রতিটি সরকারি পার্ক ও বাগানের একই অবস্থা।