শিলিগুড়ি,২৫ মার্চঃ এবারের দোল উৎসবেও সর্বসাধারণের জন্য খোলা থাকছে না বসুন্ধরা বসন্ত উৎসব।করোনা অতিমারির জেরে ২০২০-তে স্থগিত রাখা রয়েছিল বসুন্ধরার উৎসব।এবারে স্থগিত না করা হলেও বেশকিছু নিয়ম বেধে দেওয়া হয়েছে বসন্ত উৎসবে।এবারে আবিরের বদলে উৎসবে ব্যাবহৃত হবে ফুলের পাপড়ি।
এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে বসুন্ধরার পক্ষে সুজিত রাহা জানান, এবারে সর্বসাধারণের জন্য খোলা থাকবে না বসুন্ধরা।২৮ মার্চ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ও অংশগ্রহনকারীদের উপস্থিতিতেই বসন্ত উৎসব পালিত হবে।করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক থাকবে।এছাড়াও আবিরের বদলে ব্যাবহৃত হবে ফুলের পাপড়ি।পাপড়ির রঙ দিয়েই পালিত হবে বসন্ত উৎসব।