খড়িবাড়ি, ৩ জানুয়ারিঃ শিশুদের মনোরঞ্জনের জন্য পার্ক তৈরির ভাবনা নিয়েছে খড়িবাড়ি এডুকেশনাল সোসাইটি।খড়িবাড়ি ফুলবরজোতে মাতৃ মন্দির প্রাঙ্গনে এই পার্ক তৈরি হবে।শুক্রবার পার্কের কাজের সূচনা করা হল।
পার্ক তৈরির পাশাপাশি খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে নজরুল ইসলামের আবক্ষ মূর্তি এবং তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে বাসস্টপেজ গড়ে তুলবে খড়িবাড়ি এডুকেশনাল সোসাইটি।এদিন সকালে খড়িবাড়ি মাতৃ মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়।উপস্থিত ছিলেন বাদল চন্দ্র সরকার, অলোক রায় সহ অন্যান্যরা।
সোসাইটির সম্পাদক পরিমল সিনহা জানান, আমরা আলোচনা করে শিশুদের জন্য পার্ক, খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে নজরুল ইসলাম আবক্ষ মূর্তি এবং তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের বাস স্টপেজ তৈরি করা সিদ্ধান্ত নিয়েছি।