খড়িবাড়ি, ২৪ জুনঃ খড়িবাড়ির বাতাসীতে ঐতিহাসিক পাইকারী হাট সরে যাওয়ার ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখালো ব্যবসায়ী ও কৃষকরা।
জানা গিয়েছে, খড়িবাড়ির এলাকায় পাইকারি বাজারের জায়গা না থাকার জেরে এই সমস্যা দেখা গিয়েছে।শনিবার বাতাসীতে পাইকারি হাট না বসায় বাতাসী ৩২৭ জাতীয় সড়কে সবজি ফেলে, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা।এদিন পথ অবোরধ জেরে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ ও খড়িবাড়ি ট্রাফিক পুলিশ।প্রায় ২ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন কৃষকরা।
কৃষকরা জানান, সপ্তাহে ২ দিন পাইকারি বাজার বসে।আজ বাজার না বসায় ফসল বিক্রি করতে পারিনি। এই নিয়ে প্রশাসনিক বৈঠক করা হলেও কিছু অসাধু ব্যবসায়ীর জন্য ফের সমস্যা হচ্ছে।২দিনের পাইকারি হাট এখানে বসার জন্য অনুরোধ জানান তারা।