খড়িবাড়ি, ১৫ জানুয়ারিঃ খড়িবাড়ির রক্ষাকালী পুজোতে উপচে পড়লো ভক্তদের ভিড়।বলাইঝোড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পুজো কমিটির উদ্যোগে এই পুজো করা হয়।এবছর ৫০তম বর্ষে পদার্পণ করলো রক্ষাকালী পূজা।
জানা গিয়েছে, ১৯৭৫ সালে অশ্বিনী কুমারের হাত ধরে এই পুজো শুরু হয়।পরে বলাইঝোড়া রক্ষাকালী পুজো কমিটি এই পুজোর গুরুদায়িত্ব নেয়।প্রথমে ৩৫ হাতের মূর্তি দিয়ে পুজো শুরু হলেও কালক্রমে ২২ হাতের মূর্তিতে পুজো করা হচ্ছে।মঙ্গলবার রাতে মায়ের বিশেষ পুজো হয়।
এরপর বুধবার সকাল থেকেই পূর্ণার্থীদের ঢল নেমেছে।খড়িবাড়ি, নকশালবাড়ি ছাড়াও পার্শ্ববর্তী নেপাল, বিহার থেকে ভক্তরা ভিড় করেছেন।
পুজো উদ্যোক্তারা জানান, গতকাল রাতে পুজোর পর আজ মানুষের ভিড় দেখা যাচ্ছে।পুজো উপলক্ষে তিনদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।নিরাপত্তার জন্য মেলা কমিটির ভলান্টিয়ার ও খড়িবাড়ি থানার পুলিশ মোতায়ন রয়েছে।পুজোয় ৫ লক্ষ মানুষের ভিড় হবে বলে আশা উদ্যোক্তাদের।