খড়িবাড়ি, ১৩ মার্চ: খড়িবাড়ির বুড়াগঞ্জের চন্নাজোতে অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন।
এদিন জমি দখলমুক্ত করে সরকারি বোর্ড বসায় ভূমি ও ভূমি রাজস্ব দফতর।
জানা গিয়েছে, দুলাল বর্মন নামে এক ব্যক্তি চন্নাজোতে সরকারি জমি দখল করে অবৈধ নির্মান করেছিল।বৃহস্পতিবার জেলাশাসকের নির্দেশে এসডিএলআরওর উপস্থিতিতে খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই সরকারি জমি দখলমুক্ত করে।অশান্তি এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সহ বিশাল পুলিশ বাহিনী। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হল প্রায় ৪৪ কাঠা সরকারি জমি।