খড়িবাড়ি, ১ মার্চঃ খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মাদক কারবারি।উদ্ধার হয়েছে ২০৩ গ্রাম ব্রাউন সুগার।ধৃতের নাম মহম্মদ আফান(২২)।বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা খড়িবাড়ির ৩২৭নং জাতীয় সড়কের বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায়।ধৃত যুবক বিহার থেকে মাদক বিক্রি করতে এসেছিল।সেইসময় যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।যুবকের কাছ থেকে উদ্ধার হয় ২০৩ গ্রাম ব্রাউন সুগার।পরে আটক যুবককে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা।ধৃত যুবককে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।