খড়িবাড়ি, ১৯ জানুয়ারিঃ মাদক মুক্ত করতে খড়িবাড়িতে দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযান।পুলিশের জালে বাবা-ছেলে সহ ৩ মাদক কারবারি।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে খড়িবাড়ির কলোনি মোড় রাজ্য সড়কে অভিযান চালায় খড়িবাড়ির থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালিয়ে ৩০৫ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।মাদক কারবারের অভিযোগে এক নাবালক সহ মোট ৩ জনকে গ্ৰেফতার করা হয়। ধৃতরা হল মহম্মদ সাহিদ ও মহম্মদ সমাধ সম্পর্কে বাবা ও ছেলে এবং অন্যজন উমেশ রাই। ধৃত তিনজনই খড়িবাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৩০লক্ষ টাকা।বহুদিন ধরে মাদকের কারবারের সাথে যুক্ত এই তিনজন। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
