খড়িবাড়ি, ৬ জানুয়ারিঃ ফের মাদক পাচার রুখলো খড়িবাড়ি থানার পুলিশ।খড়িবাড়ির গৌরসিং জোতে অভিযান চালিয়ে মাদক সহ গ্রেফতার ২ যুবক।ধৃতরা হল অভিরুল সুব্বা এবং প্রজ্জল রাই।ধৃতরা দার্জিলিংয়ের জোরবাংলোর বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন গৌরসিং জোতে একটি বাড়িতে হানা দেয় পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে চম্পট দেয় মাদক ব্যবসায়ীরা।মাদক কিনতে আসা দুই যুবককে ধরে ফেলে পুলিশ।যুবকদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫৮ গ্ৰাম ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা।এরপরই গ্রেফতার করা হয় তাদের।ধৃতদের হেফাজত থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।পলাতক মাদক ব্যবসায়ীদের খোঁজ শুরু করেছে পুলিশ।