খড়িবাড়ি, ২২ ডিসেম্বর: মাদক মুক্ত করতে ফের অভিযান খড়িবাড়ি পুলিশের। প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার দম্পতি। ধৃতরা হল জয়লাল সিংহ (৫৭) ও চম্পা সিংহ (৪২)। পূর্ব বদরাজোতের বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে খড়িবাড়ির বাতাসী হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি বাড়িতে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০১ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় গ্রেফতার করা হয় দম্পতিকে।
ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।