খড়িবাড়ি,৬ ফেব্রুয়ারিঃমাদক রুখতে কড়া পুলিশ! ফের খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তের সিঙ্গিয়াজোতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ সাজাদ আলম, বিহারের কিষানগঞ্জের বাসিন্দা ।
জানা গিয়েছে,গতকাল রাতে ধৃত যুবক বাইকে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে সিঙ্গিয়াজোত এলাকায় হাতবদলের জন্য এসেছিল। খড়িবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালিয়ে যুবককে আটক করে। ধৃতকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ । আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।