খড়িবাড়িতে শহীদ দিবস পালন

খড়িবাড়ি,১৪ ফেব্রুয়ারিঃ খড়িবাড়ি সার্কেলের রামজনম প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস পালন করা হল।পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক অম্বুজ কুমার রায়,সঞ্জীব মাহাতো,মুন্সিলাল সরেন,পিঙ্কি ভগত সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *