শিলিগুড়ি,২০ অক্টোবরঃ টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতু।ভারী বর্ষণের জেরে সেতুর মাঝখানের একটি পিলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।যে কারণে ইতিমধ্যেই সেতুর ওপর দিয়ে বড় গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।আপাতত দু চাকার গাড়ি এবং হাটাপথে মানুষ যাতায়াত করতে পারছে সেতু দিয়ে।
অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা বালাসন সেতু পরিদর্শন করে ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবেই সেতু দিয়ে বড় গাড়ি যাতায়াত না করে।এলাকায় প্রচুর ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।পাশাপাশি বালাসন সেতু বন্ধ হওয়ার দরুন নৌকাঘাট ও ফুলবাড়ি ফাসিদেওয়া হয়ে ঘুরপথে বাস এবং অন্যান্য বড় গাড়িগুলি যাতায়াত করছে।
পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, ভারী বর্ষণের জেরে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।সেতু মেরামত না হওয়া পর্যন্ত ঘুরপথে গাড়ি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।