খড়িবাড়ি, ৩০ নভেম্বরঃ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক।খড়িবাড়ির জায়গীর জোতের ঘটনা।মৃতের নাম সমীর বির্জা(২১)।
পরিবার সূত্রে জানা গিয়েছে,গত ১ মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সমীর।শুক্রবার গভীর রাতে বাড়ির বাইরে বের হন যুবক।রাতে বিভিন্ন জায়গায় খোঁজোখুজি করা হলেও তাকে পাওয়া যায়নি।
এরপর আজ এলাকার আইসিডিএস সেন্টারের পেছনে গাছের মধ্যে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে।খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।