খড়িবাড়ি, ৯ জুনঃ বালিবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালক শ্রমিকের।খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন মেচী নদীর বাজারু জোতের ঘটনা।মৃতের নাম কৃষ্ণা করুয়া,সে গৌরসিং জোতের বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন মেচী নদীতে ট্রাক্টরে বালিবোঝাই করতে এসেছিল শ্রমিকরা।বালি বোঝাই করে যাওয়ার সময় ট্রাক্টর থেকে পড়ে যায় নাবালক।সেইসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকের।
ঘটনায় খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও এসএসবি জওয়ানরা। পরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
