খুদে অঙ্কিতের নিপুণ হাতে গড়ে ওঠেন মা দুর্গা, সেই প্রতিমাই পূজিত হয় মণ্ডপে

আলিপুরদুয়ার,৩ অক্টোবরঃ কোনও প্রশিক্ষণ ছাড়াই নিজের হাতে গড়া মূর্তি দিয়ে দুর্গা পুজো করে তাক লাগাচ্ছে আলিপুরদুয়ারের ছোট্ট অঙ্কিত দেবনাথ।আলিপুরদুয়ারের দ্বীপচর এলাকার বাসিন্দা অঙ্কিত সপ্তম শ্রেণীর ছাত্র।ছোট থেকেই মাটি নিয়ে খেলা করত সে।চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই মাটি দিয়ে গড়ত দেবদেবীর মূর্তি।তারপর থেকেই নিজের হাতে গড়া প্রতিমা দিয়ে বাড়ির সামনের মাঠে দূর্গা পুজো করা শুরু করে অঙ্কিত। প্রথমবার পুজোতে পাড়ার সবাই অংশ গ্রহণ করে প্রশংসায় ভরিয়ে দেয় তাকে। এরপর প্ৰতি বছরই দূর্গা পুজোর সময় দূর্গা, কালী পুজোর সময় মা কালী এবং সরস্বতী পুজোয় নিজের গড়া প্রতিমা দিয়েই পুজো শুরু করে অঙ্কিত।তার গড়া লক্ষী প্রতিমা দিয়েই  বাড়িতে কোজগরী লক্ষী পুজোর আয়োজন করে তার মা। ছেলে যেদিন থেকে প্রতিমা গড়ে দেয়, সেদিন থেকে আর কুমোরটুলি মুখো হননি বলেই জানান অঙ্কিতের মা।


অঙ্কিতের বাবা সামান্য সব্জি বিক্রেতা, তার একার আয়ে চলে পরিবার। প্রথম দিকে প্রতিমা বানানোর খরচ ও ছেলের পড়াশুনার কথা মাথায় রেখে ছেলেকে মানা করলেও পরে তার একাগ্রতার সামনে হার মানেন বাবা মা দুজনেই। প্রতিমা বানানোর সরঞ্জাম কিনে এনে দেন বাজার থেকে। আর সেগুলো দিয়েই তার সৃষ্টির কাজে মগ্ন থাকে অঙ্কিত। সকালে স্কুলে যায় সময়মতো। সেখান থেকে ফিরে খাওয়াদাওয়া করেই লেগে যায় প্রতিমা তৈরীর কাজে। তার কাজ দেখতে ভিড় করেন পাড়ার মানুষজন। তাদের কথায় অঙ্কিত প্রতিভাবান শিল্পী। তার উদ্যোগেই পাড়ায় পুজো হয়ে বিগত তিন বছর ধরে। এবারেও  অঙ্কিতের তৈরী প্রতিমা দিয়েই মায়ের পুজো হবে বলে জানিয়েছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *