শিলিগুড়ি,২১ নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে পুর কমিশনারের দ্বারস্থ হলেন বাম কাউন্সিলরেরা।
প্রসঙ্গত, শনিবার রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় ক্ষুদিরাম কলোনির প্রায় ৫৫টি ঘর।ঘটনার দিন একপ্রকার খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় ক্ষতিগ্রস্তদের।পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।এদিকে সোমবার পুরনিগমে যান বাম কাউন্সিলরেরা।পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার সঙ্গে দেখা করে তাদের দাবিগুলি তুলে ধরেন তারা।
বাম কাউন্সিলর নুরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের জেরে বাড়িগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে।টাকা-পয়সা,জামা-কাপড় থেকে শুরু করে সমস্ত নথিপত্র যেমন- আধার কার্ড,ভোটার কার্ড,প্যান কার্ড,ছাত্রছাত্রীদের স্কুলের সার্টিফিকেট সবটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে।তাই দ্রুততার সঙ্গে যাতে ক্ষতিগ্রস্তদের নথিপত্রগুলি তৈরি করে দেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে।এছাড়াও সরকারি আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের পাকা বাড়ি নির্মাণ করে দিতে হবে।