ফুলবাড়ি, ৩০ মেঃ লটারিতে ১ কোটি টাকা জিতেও হারিয়ে ফেলেছিলেন সেই লটারি।কয়েক ঘন্টা বাদে অবশেষে খুঁজে পেলেন সেই কোটি টাকার লটারি।
জানা গিয়েছে, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজীব পাড়া ক্যানেল মোড় এলাকার বাসিন্দা যতীন বর্মন মাত্র ৯০ টাকার লটারি কেটে এক কোটি টাকার পুরস্কার জিতেন।দীর্ঘদিন ধরে মানুষের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালাচ্ছিলেন।গত ২৭ মে বাড়ির পাশের একটি লটারি কাউন্টার থেকে ৯০ টাকার একটি লটারি টিকিট কাটেন যতীনবাবু। সন্ধ্যাবেলায় জানতে পারেন, তাঁর কেনা টিকিটেই উঠেছে প্রথম পুরস্কার এক কোটি টাকা।
কিন্তু আনন্দের মধ্যেই নেমে আসে কালো ছায়া।বৃহস্পতিবার, টিকিটটি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় যাচ্ছিলেন তিনি, পথে সেই মূল্যবান টিকিটটি কোথাও পড়ে যায়।টিকিট হারিয়ে কান্নায় ভেঙে পড়েন যতীনবাবু, মাথায় হাত দিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয় খোঁজাখুঁজি।
অবশেষে কয়েক ঘণ্টার মধ্যে তাঁর এক বন্ধু বাড়ির কাছেই রাস্তার পাশে পড়ে থাকা টিকিটটি খুঁজে পান।এরপর দেরি না করে সেই টিকিট নিয়ে সোজা নিউ জলপাইগুড়ি থানায় হাজির হন তিনি।
গোটা পরিবারে এখন খুশির হাওয়া।যতীনবাবু জানান, এত বড় সুখবর আসবে ভাবতেই পারিনি।কষ্ট করেছি সারাজীবন, আজ মনে হচ্ছে ঈশ্বর তার পুরস্কার দিলেন।
