শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ মঙ্গলবার থেকে রাজ্যে খুলছে স্কুল কলেজ।আপাতত প্রথম ধাপে নবম শ্রেণী ও তার উপরে ক্লাসগুলির পড়ুয়াদের জন্য স্কুল কলেজ খোলা হচ্ছে। তবে তার আগে করোনার জন্য পড়ুয়াদের সুরক্ষাবিধির মধ্যে রাখা নিয়ে আলোচনায় বসেছে প্রতিটি স্কুল কলেজ কর্তৃপক্ষ।
শিলিগুড়ি শহরেও বিভিন্ন স্কুল ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছে কোথায় কীভাবে পড়ুয়াদের বসানো হবে।তাদের স্কুলে আসা থেকে বাড়ি ফেরা পর্যন্ত কীভাবে সুরক্ষাবিধি বজায় রাখা যায় তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।টিফিনের সময়ে যাতে জমায়েত না হয় ও একসঙ্গে বেশী পড়ুয়া দূরত্ববিধি বজায় রেখে যাতে কথা বলতে পারে সেদিকে নজর রাখা হবে।
এছাড়াও থার্মাল গানের ব্যবহার করা থেকে নিয়মিত স্যানিটাইজেশনের ব্যবস্থাও থাকছে শহরের বিভিন্ন স্কুলে।