অবশেষে খুলে গেল জয়গাঁর চাইনিজ লাইন ভুটান গেট, খুশি এলাকার বাসিন্দারা  

আলিপুরদুয়ার, ১৮ ডিসেম্বরঃ তিন বছর অবশেষে খুলে গেল আলিপুরদুয়ার জেলার জয়গাঁ চাইনিজ লাইন এলাকার ভুটান গেট।ভুটান প্রশাসনের পক্ষ থেকে সোমবার ১১টা নাগাদ খুলে দেওয়া হয় এই চাইনিজ লাইন ভুটান গেট।


এদিন উপস্থিত ছিলেন ভুটানের ফুণ্টশোলিং এর এসডিও কর্মা জুগমি, জয়গাঁর এসএসবি ৫৩ ব্যাটালিয়ানের সহকারী কমান্ড্যান্ট ও এসএসবি জওয়ানরা।এছাড়াও ছিলেন জয়গাঁ এলাকার প্রধান, জেলাপরিষদের সদস্য সহ স্থানীয়রা।

জানা গিয়েছে, চাইনিজ লাইন ভুটান গেট দিয়ে হাটাপথে শুধুমাত্র ভুটানে কাজ করতে যাওয়া শ্রমিকরা যাতায়াত করতে পারবে।যাদের কাছে ভুটানের ওয়ার্ক পারমিট আছে তাদেরই প্রদেশের অনুমতি মিলবে।এই ভুটান গেটের সামনে এসএসবি’র একটি চেকপোস্ট তৈরি হয়েছে।এই গেটে নজরদারিতে থাকবে এসএসবি জওয়ানরা।


উল্লেখ্য, করোনা সময়কালে লকডাউন জারি হওয়ার পর বন্ধ হয়ে যায় চাইনিজ লাইন ভুটান গেট।সেই থেকে বন্ধ ছিল জয়গাঁর সমস্ত দোকানপাট।গতবছর সেপ্টেম্বর মাসে প্রধান ভুটান গেট খুলে গেলেও চাইনিজ লাইন ভুটান গেট খুলেনি।যেকারনে এলাকায় একপ্রকার লকডাউন ছিল।আজ গেট খুলে যাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই আশা বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL