রাজগঞ্জ, ১১ এপ্রিলঃ চারদিন বন্ধ থাকার পর খুলে গেল ফাটাপুকুর চা বাগান।মঙ্গলবার থেকে স্বাভাবিক হল বাগানের কাজ।
জানা গিয়েছে, শ্রমিক মালিক অসন্তোষের জেরে গত ৭ এপ্রিল ফাটাপুকুর চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্ক করে মালিকপক্ষ।ফলে কর্মহীন হয়ে পড়ে বাগানের প্রায় দুই শতাধিক শ্রমিক।বাগান বন্ধ থাকায় চরম সমস্যায় পড়ে শ্রমিকরা।
এরপর তৃণমূলের শ্রমিক নেতা তপন দে উদ্যোগ নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।অবশেষে মালিকপক্ষ চা বাগান খুলতে রাজি হয়।এরপরই আজ থেকে বাগানে কাজকর্ম স্বাভাবিক হয়।
এই চা বাগানের মালিক সন্দীপ আগরওয়াল বলেন, মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিকরা অনেকদিন থেকে আন্দোলন করছে।মজুরি বৃদ্ধির বিষয়টি ত্রিপাক্ষিক আলোচনার মধ্যে রয়েছে।কিন্তু শ্রমিকরা অসন্তোষ সৃষ্টি করায় বাগান লক আউট করতে বাধ্য হই।বিষয়টি নিয়ে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়।শ্রমিকরা সুশৃঙ্খল ও সঠিকভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেয়।তাই আজ থেকে বাগান চালু করা হল।শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে।খুব শীঘ্রই মজুরি বৃদ্ধির বিষয়টি ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।