খড়িবাড়ি, ৭ আগস্টঃ দীর্ঘ ৪ বছর পর খড়িবাড়ির পানিট্যাঙ্কির ভারত-নেপাল সীমান্ত দিয়ে পারাপার করতে পারবেন বিদেশি নাগরিকরা।কোভিডের সময় থেকে তৃতীয় কোনো দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন দপ্তর।অবশেষে খুলল এই স্থল বন্দর।
কোভিডের পর থেকেই পর্যটকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তেমনি পর্যটন ব্যবসা ও সীমান্ত ব্যবসায় সমস্যায় পড়ছিলেন ব্যবসায়ীরা।বর্তমানে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি সীমান্ত ব্যবসায়ীরা।
এই বিষয়ে পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, কোভিডের পর থেকে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছিল।পানিট্যাঙ্কির পরিচয় বিদেশি নাগরিকদের কাছে লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল।নিষেধাজ্ঞা ওঠার ফলে পুরানো গৌরব ফিরে আসবে এবং সীমান্ত ব্যবসায় প্রভাব আসবে।
পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্ন্যাল জানান, পর্যটন শিল্পের জন্য ভালো খবর।বিদেশী পর্যটকরা ভারত, নেপাল, সিকিম ও ভুটান একসঙ্গে ঘুরতে এসে সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়তেন।এখন আর এই সমস্যা থাকবে না।এরফলে ভারত ও নেপাল দুই দেশের পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে।দুই দেশের জন্যই এটা ভালো খবর।