আলিপুরদুয়ার, ১৬ সেপ্টেম্বরঃ তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্প।খুশির হাওয়া পর্যটনে।
জানা গিয়েছে, আজ থেকে জলদাপাড়াতে শুরু হয়েছে জঙ্গল সাফারি ও হাতি সাফারি।এদিকে এবছর জলদাপাড়া জঙ্গল সহ বেশকিছু জঙ্গলে পর্যটকদের প্রবেশের ফি বৃদ্ধি হয়েছে।হাতি সাফারির খরচ বেড়েছে।যার ফলে পর্যটনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
অন্যদিকে আজ থেকেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে শুরু হয়েছে জঙ্গল সাফারি।বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রবেশের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ফি।আগে জনপ্রতি ১২০ করে খরচ হতো যা বেড়ে হয়েছে ১৬০ টাকা।