আলিপুরদুয়ার, ২৩ জানুয়ারিঃ অবশেষে খুলে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান।বৃহস্পতিবার সকালে ফের বাগানে কাজে ফেরেন শ্রমিকেরা।
জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি বাগান বন্ধ করে চলে যায় মেচপাড়া চা বাগান কর্তৃপক্ষ।এরপর গত মঙ্গলবার শ্রম দফতরের তরফে ত্রিপাক্ষিক বৈঠক হয়।সেই বৈঠকে সিদ্ধান্ত হয় মেচপাড়া চা বাগান খোলা হবে।এরপরই আজ সকালে বাগান খুলে যায়।এদিন বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিকরা।
মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফরকালে আলিপুরদুয়ার জেলায় এই নিয়ে দুটি চা বাগান খুলে গেল।গতকাল মাদারিহাট ব্লকের দলমোড় চা বাগান খুলে যায়।এছাড়াও গত ২০ জানুয়ারি তোর্ষা, কালচিনি, রায়মাটাং এই তিনটি চা বাগান খুলেছিল।