৬ মাস পর খুলে গেল রাজগঞ্জের বাণী টি এস্টেট, খুশি শ্রমিকেরা

রাজগঞ্জ, ১৫ মেঃ ৬ মাস বন্ধ থাকার পর খুলে গেল রাজগঞ্জের বন্ধুনগর এলাকার গধেয়াগছের বাণী টি এস্টেট।বুধবার শ্রমিক নেতৃত্ব, শ্রমিক ও মালিকপক্ষের উপস্থিতিতে বাগান চালু হল বাগান।পুনরায় কাজ ফিরে পাওয়ায় খুশি শ্রমিকরা।


জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে পুজোর বোনাস নিয়ে অশান্তির জেরে বাণী টি এস্টেট বন্ধ করে দেয় মালিকপক্ষ।  ফলে চা বাগানে শতাধিক শ্রমিক কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে।এরপর আইএনটিটিইউসি’র জলপাইগুড়ি জেলার সভাপতি  তপন দের উদ্যোগে গত সোমবার জলপাইগুড়ি শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক হয়।বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে খুলে দেওয়া হল চা বাগান।

এদিন শ্রমিকরা বলেন, চা বাগান বন্ধ থাকায় কাজ হারিয়ে সংসার চালাতে সমস্যায় পড়তে হয়েছিল।আজ বাগান খুলে যাওয়ায় খুশি সকলে।


এই ব্যাপারে INTTUC’র জলপাইগুড়ির জেলা সভাপতি তপন দে জানান, কিছু ভুল বোঝাবুঝির কারণে বাগান বন্ধ হয়ে যায়। একাধিক বৈঠকের পর অবশেষে গত সোমবার জলপাইগুড়ি শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকে চা বাগান খোলার সিদ্ধান্ত হয়। মালিকপক্ষ শ্রমিকদের পাওনা ১৫ শতাংশ বোনাস দুই কিস্তিতে দিয়ে দিতে রাজি হয়েছে।

অন্যদিকে বাগান মালিক গৌতম দত্ত বলেন, কিছু সমস্যা ছিল তা ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধান হয়ে গিয়েছে।শ্রমিকদের যে বোনাস বকেয়া আছে তা দুই কিস্তিতে দিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL