আলিপুরদুয়ার, ২০ জানুয়ারিঃ খুলে গেল আলিপুরদুয়ারের তোর্ষা চা বাগান।প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে তোর্ষা চা বাগান বন্ধ থাকার পর আজ আনুষ্ঠানিকভাবে বাগান খুলে যায়।খুশি শ্রমিকেরা।
জানা গিয়েছে, গতবছর আগষ্ট মাস থেকে বন্ধ তোর্ষা চা বাগান।বন্ধ থাকায় সমস্যায় পড়ে তোর্ষা চা বাগানের ৬৬২ জন শ্রমিক।বেতন বকেয়া রেখে চলে যায় বাগান কর্তৃপক্ষ।
অবশেষে আজ বাগান খুলে যাওয়ায় খুশি সকলে।বাগান কর্তৃপক্ষের তরফে চিন্ময় ধর জানান, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা বাগানে এসেছি।খুব শীঘ্র শ্রমিকদের সব প্রাপ্য বকেয়া প্রদান করা হবে।সমস্ত সমস্যার সমাধান হবে।