শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ করোনার জেরে ২৬ দিন লকডাউনের পর সোমবার থেকে বিভিন্ন সরকারি দপ্তর খোলা হল।যদিও প্রথম দিন হওয়ার কারণে এদিন সরকারি দপ্তরে কর্মী সংখ্যা কম ছিল।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ২০ এপ্রিল থেকে বেশকিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন।সেইমতো আজ সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের দপ্তর সহ অন্যান্য সরকারী দপ্তর খোলা হয়েছে।
এদিন মহকুমা পরিষদের দপ্তরে আসা কর্মীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে কাজে যোগ দিতে দেখা যায়।অন্যদিকে, বিএসএনএল কার্যালয়েও কর্মীদের উপস্থিতি দেখা যায়।
মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার বলেন, লকডাউনের ২৬ দিন পর আজ দপ্তরে কাজ শুরু হল। তবে আজ কর্মী সংখ্যা কম রয়েছে। কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই কাজ শুরু করা হয়েছে।