জলপাইগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ স্ত্রী ও ১৮ মাসের শিশুকন্যাকে নৃশংসভাবে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে ফাঁসির সাজা ঘোষণা করলো জলপাইগুড়ি আদালত।
জানা গিয়েছে, নাগরাকাটা থানার লোকসান চা বাগানের ঘটনা।২০২৩ সালের ২৭শে মার্চ গভীররাতে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সখী ওঁরাও ও ১৮ মাসের শিশুকন্যা মমতা ওঁরাওকে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করে লালসিং ওঁরাও।ঘটনার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে।
খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনারস্থলে পৌঁছে আহত লালসিং ওঁরাওকে উদ্ধার করে নাগরাকাটা হাসপাতালে ভর্তি করে।পরবর্তীতে তাকে গ্রেফতার করে পুলিশ।
সেই থেকে মামলা চলছিল।১৩ জনের সাক্ষ্যগ্রহনের পর আজ জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বিপ্লব রায় অভিযুক্তের ফাঁসির সাজার নির্দেশ দেন।