খড়িবাড়ি, ১৯ নভেম্বরঃ শ্যালককে কুপিয়ে খুন।অবশেষে ৪ মাস পর পুলিশের জালে বোন জামাই। ধৃতের নাম মুকেশ কুমার রায়। খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তের চক্করমারির মারুতি বাগান এলাকার ঘটনা।
জানা গিয়েছে,পারিবারিক ঝামেলার জেরে ধারালো অস্ত্র দিয়ে গত ২০ জুলাই শ্যালককে কুপিয়ে খুন করে বোনজামাই।ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত মুকেশ কুমার রায়। বছরখানেক আগে মুকেশ রায়ের বিরুদ্ধে তার স্ত্রী মঞ্জু রায় ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠে।
এরপর মঞ্জু তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি মারুতি বাগান এলাকার চলে আসে। এরই মাঝে মুকেশ রায় খড়িবাড়িতে এসেও ঝামেলা করে।সেইসময় তার শ্যালকের সঙ্গে বিবাদ ও হাতাহাতি হয়। গত ২০ জুলাই শ্যালক শিব চরণ সিংকে সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেয় অভিযুক্ত মুকেশ। ঘটনায় মৃত্যু হয় শিবচরণের।পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
অবশেষে ৪ মাস পর অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। উত্তরপ্রদেশের বারানসি থেকে স্থানীয় পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।ধৃতকে গতকাল ট্রানজিট রিমান্ডে নিয়ে খড়িবাড়ি থানার আনা হয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।
