শিলিগুড়ি, ৩১ জুলাইঃ বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে গুলমা নদীতে জলে ডুবে মৃত্যু হয়েছে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত সাহানির।যুবককে খুনের অভিযোগ তুলে মৃতদেহ রাস্তার রেখে বিক্ষোভ দেখালো পরিবার ও প্রতিবেশীরা।
জানা গিয়েছে, এদিন ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে যাওয়া হয় যুবকের মৃতদেহ।এরপর মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।
পরিবারের দাবী, অমিতের সঙ্গে গুলমায় যাওয়া তাঁর ছয় বন্ধুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা।কাউন্সিলর আশ্বাস দেন, ঘটনার সত্যতা বেরিয়ে আসবে।যারা দোষী হবে তাদের গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, রবিবার অমিত সাহানি তাঁর ৬ বন্ধুর সঙ্গে পিকনিক করতে গুলমায় যায়।সেখানে তারা মদ্যপানও করে।এরপর অমিত ও তাঁর বন্ধুরা মিলে নদীতে স্নান করতে নামে।সেইসময় তাদের মধ্যে একজন ডুবে যেতে থাকলে অমিত তাকে বাঁচাতে গভীর জলে ঝাঁপিয়ে পড়ে।সেখানে বন্ধু রাজকে বাঁচাতে গিয়ে রহস্যজনকভাবে জলে ডুবে যায় অমিত।এরপর বাকি বন্ধুরা অমিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনা দুর্ঘটনা বলে মানতে নারাজ মৃতের পরিবার।এই কারণে আজ মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান তারা।