শিলিগুড়ি, ১৪ জুনঃ শিলিগুড়িতে ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে যুবককে খুনের ঘটনার রহস্য সমাধানে তদন্তে নামানো হল স্নিফার ডগ।উঠে আসলো একাধিক নতুন তথ্য।কিভাবে এই গোটা ঘটেছে তাঁর তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
উল্লেখ্য, কয়েকদিন আগে শিলিগুড়ির দেবীডাঙার কোয়ার্টার লাইন এলাকায় ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে অমৃত গোঁসাই নামে এক যুবককে গুলি করে খুন করা হয়।তদন্তে নেমে মূল অভিযুক্ত অরুণ মাহালীকে গ্রেফতার করে পুলিশ।ঘটনার পর আজ ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে গিয়ে ফের একবার ঘটনাস্থলের তদন্ত করে প্রধাননগর থানার পুলিশ।
তদন্তে উঠে আসে বেশকিছু তথ্য।জানা গিয়েছে, অমৃতের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে তাকে গুলি করা হয়নি।অন্য কোন জায়গায় গুলি করে খুন করার পর দেহ কোয়ার্টার লাইনের পাশে একটি ময়দানে ফেলে দেওয়া হয়েছিল।এরপরই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার সত্যতা সামনে আনার চেষ্টা করছে পুলিশ।
এদিকে যে বন্দুক দিয়ে অমৃতকে গুলি করা হয়েছিল সেই বন্দুকও উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।এই হত্যাকান্ডের ঘটনায় কতজন সামিল রয়েছে শীঘ্রই এই রহস্যের সমাধান হবে বলে জানা গিয়েছে।
অমৃত ও অরুণ দুজনেই ভালো বন্ধু ছিল।দুজনই এক যুবতীকে ভালোবাসতো।এই নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়।যার জেরে একজন আরেকজনকে খুন করে বসে।