জলপাইগুড়ি, ২৯ মার্চঃ এক যুবতীকে উত্যক্ত করায় বকা দিয়েছিল দাদা।এর জন্য দাদাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে ভাই।মৃত্যু নিশ্চিত করতে ১৮ বার ধারালো অস্ত্রের কোপ।ভক্তিনগর থানা অন্তর্গত শান্তিনগর এলাকায় নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত ভাইকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি আদালত।
রাজগঞ্জ ব্লকের ভক্তিনগর থানা অন্তর্গত শান্তিনগর এলাকার বাসিন্দা শঙ্কর দাস ও সুরেশ রায়।শঙ্কর দাস মামাতো ভাই ছিল সুরেশের।
অভিযোগ, সুরেশ তার মামাতো দাদা শঙ্করের বাড়ির কাছে থাকা এক যুবতীকে উত্যক্ত করতো।বিষয়টি নিয়ে যুবতীর পরিবার শঙ্করকে অভিযোগ করে।এই নিয়ে সুরেশকে বকা দেয় তার দাদা।পরবর্তীতে যুবতীর বিয়ে হয়।এই খবর পেয়েই ২০২১ সালের মার্চ মাসে দাদা শঙ্কর এর উপর চড়াও হয় ভাই সুরেশ।প্রকাশ্যে দাদাকে কুপিয়ে খুন করে সে।মৃত্যু নিশ্চিত করতে ১৮ বার কুপিয়ে দেহ ছিন্নভিন্ন করে দেয়।
দীর্ঘ ৪ বছর ধরে আদালতে এই মামলা চলে।মামলায় মোট ১২ জনের সাক্ষী গ্রহণ করা হয়।উভয় পক্ষ শোনার পর এডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় আজ এই ঘটনাকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করেন।