শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ স্ত্রীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত স্বামীকে ফাঁসির সাজা ঘোষণা করলো জলপাইগুড়ি থার্ড এডিজে কোর্ট।প্রায় ৫ বছর ধরে এই মামলা চলার পর গতকাল অভিযুক্তের সাজা ঘোষণা করে আদালত।
উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিল মাসে আশিঘর অন্তর্গত চয়নপাড়া এলাকার বাসিন্দা লতা দাসের মৃতদেহ উদ্ধার হয় সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে।স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পুলিশ।পরবর্তীতে জলপাইগুড়ি থার্ড এডিজে কোর্টে এই মামলা চলে।ঘটনার ৭০ দিনের মাথায় চার্জশিট জমা করে পুলিশ।১৯ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়।
প্রায় ৫ বছর ধরে মামলা চলার পর অভিযুক্ত স্বামীকে দোষীসাব্যস্ত করে আদালত।এরপর মঙ্গলবার গোপাল দাসের ফাঁসির সাজা ঘোষণা করা হয়।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান।