নকশালবাড়ি, ১১ আগস্টঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করলো নকশালবাড়ির সুব্রতী সংঘ।
এবছর ৭৩ তম বর্ষে পদাপর্ণ করবে নকশালবাড়ির সুব্রতী সংঘের দূর্গা পূজা।১০ লক্ষ টাকা বাজেটে তাদের বিশেষ থিম বেল পাতার আদলে মন্ডপ সজ্জা।আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করা হল।উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সুব্রতী সংঘের সদস্য বিরাজ সরকার শান্তনু দে, নিলয় চক্রবর্তী, সৌরভ রায় সহ অন্যান্যরা।
সভাধিপতি অরুণ ঘোষ বলেন, প্রতি বছরের মত এবছরও থিম পুজো হবে এবং সরকারি নির্দেশিকা মেনে পুজো করা হবে।
অন্যদিকে উদ্যোক্তারা জানান, বেল পাতার আদলে আমাদের থিম তৈরি হবে।প্রতিবারের মত এবারও সুব্রতী সংঘের পুজোয় বিহার, খড়িবাড়ি, নেপাল সহ পাহাড় থেকে বহু দর্শনার্থী আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।