বাগডোগরা, ৩০ মার্চঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে বাসন্তী পুজোর প্রস্তুতি শুরু করলো বাগডোগরার ভুজিয়াপানি মহিলা বাসন্তী পূজা কমিটি।
রবিবার ভুজিয়াপানি হনুমান মন্দিরের পাশে খুঁটি পুজোর আয়োজন করা হয়।অন্যান্য পুজোর মত জাঁকজমকপূর্ণভাবে বাসন্তী পুজো করার ভাবনা নেন এলাকার মানুষ।সেইমত বাগডোগরার ভুজিয়াপানি মহিলা বাসন্তী পূজা কমিটির তরফে আজ খুঁটি পুজো করা হয়।
আগামী ৩রা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত চলবে বাসন্তী পূজা।পুজো অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজকল্যাণমূলক কাজ করা হবে বলে জানান কমিটির সদস্যা মমতা বর্মন।