শিলিগুড়ি, ২৪ অক্টোবরঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে কালি পুজোর প্রস্তুতি শুরু করল শিলিগুড়ির বাবুপাড়া বয়েজ ক্লাব।জানা গিয়েছে, এবারে এই ক্লাবের পুজো ৫২তম বর্ষে পদার্পণ করবে।এবারে থিম রাখা হয়েছে ‘মুক্তির আনন্দে’।
পুজো কমিটির সম্পাদক পঙ্কজ দাস জানান, পুজোর দিনগুলোতে সমাজসেবামূলক কাজ করা হবে।করোনা বিধি মেনেই পুজোর আয়োজন করা হচ্ছে।