শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল দাদাভাই স্পোর্টিং ক্লাব।এবারে তাদের পুজো ৪০ বর্ষে পদার্পণ করবে।
দাদাভাই স্পোটিং ক্লাব প্রতিবছর শহরবাসীকে আকর্ষনীয় পুজো মন্ডপ উপহার দিয়ে আসে।তবে গতবছর ধরে করোনা পরিস্থিতির জেরে ছোটো করে পুজোর আয়োজন করছে এই ক্লাব।এবারেও করোনাবিধি মেনে পুজো করা হবে বলে জানান পুজো কমিটির সদস্যরা।