রাজগঞ্জ, ২৪ সেপ্টেম্বরঃ খুঁটি পুজোর মাধ্যমে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল ফুলবাড়ি বটতলা কমিটি।এবারে তাদের পুজো ৪৩তম বর্ষে পদাপর্ণ করবে।
রাজগঞ্জের ফুলবাড়ি বটতলা দূর্গা পূজা কমিটি বেশ কয়েকবছর থেকে থিম পূজা করে আসছে।রাজগঞ্জ ব্লকের মধ্যে তারা প্রতিবছর বিগ বাজেটের দূর্গা পূজা করেন।তবে করোনা পরিস্থিতির জেরে ছোটো করেই পুজোর আয়োজন করছেন তারা।
পূজা কমিটির সদস্য আশিস কুমার প্রামাণিক বলেন, করোনার জন্য থিম পূজা না করে খোলামেলা মণ্ডপ করা হবে।এবার মাত্র ৬ লক্ষ টাকা বাজেট।তবে কলকাতার কুমোরটুলির দুর্গা প্রতিমা ছাড়াও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে।স্বাস্থ্যবিধি মেনেই পূজা করা হবে।