খুঁটি পুজোর মধ্য দিয়ে কালী পুজোর প্রস্তুতি শুরু ফাটাপুকুরের কিশোর সংঘ ক্লাব ও পাঠাগারের  

রাজগঞ্জ, ১৫ অক্টোবরঃ খুঁটি পুজোর মাধ্যমে কালী পুজোর প্রস্তুতি শুরু করলো ফাটাপুকুরের কিশোর সংঘ ক্লাব ও পাঠাগার।


রাজগঞ্জ ব্লকের বিভিন্ন কালী পুজোর মধ্যে ফাটাপুকুরের কিশোর সংঘ ক্লাব ও পাঠাগারের পুজো অন্যতম।২৮ তম বর্ষে তাদের থিম উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দিরের আদলে মন্ডপসজ্জা।এছাড়াও রয়েছে কুমোরটুলির প্রতিমা ও সুসজ্জিত আলোকসজ্জা।এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আজ খুঁটি পুজোর মাধ্যমে ফাটাপুকুরের কিশোর সংঘ ক্লাব ও পাঠাগারে কালি পুজোর প্রস্তুতির শুরু হল।প্রতিবছর এই ক্লাব বেশ জাঁকজমকভাবে পুজোর আয়োজন করে থাকে।এলাকার প্রচুর মানুষ এই পুজো দেখার জন্য আসেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom